• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিল রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০২:৩২ পিএম
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিল রাশিয়া

তীব্র গোলাগুলির পর অবশেষে ইউক্রেনের জাপোরিঝিয়ায় অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে যে রুশ সেনারা বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে। দখলে নেওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এর আগে শুক্রবার ভোরে রাশিয়ার গোলার আঘাতে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগার কথা জানান এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ।

অবশ্য আগুন লাগার এক ঘণ্টা পরই তা নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। তারা জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে কেউ মারা যায়নি কিংবা আহত হয়নি। 

অরলভের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনীর হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের জোর তৎপরতা চালাতে দেখা গেছে।

অরলভ জানিয়েছেন, স্থানীয় বাহিনী এবং রাশিয়ান সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন এবং ইউনিটগুলোতে ক্রমাগত শত্রুর গোলার কারণে আগুন লেগে যায়। এ ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনও। তারা সতর্ক করে বলেছিল, যদি চুল্লিতে রকেট আঘাত হানে, তবে গুরুতর বিপদ ঘটতে পারে।

Link copied!